জ্বালানি সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ

জ্বালানি সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। সম্প্রতি হেগ এ অনুষ্ঠিত এক সম্মেলনে এই সনদে বাংলাদেশ স্বাক্ষর করে। এতে ৭৪টি দেশ স্বাক্ষর করেছে। টেকসই জ্বালানি উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, সর্বোত্তম ব্যবহার, উৎপাদন, পরিবহন ও সরবরাহ নিশ্চিত করতে এই সনদ সহায়তা করবে।
নেদারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মোহাম্মদ বেলাল বাংলাদেশের পক্ষে এই সদনে স্বাক্ষর করেন।
পররাষ্ট্র মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
সম্মেলনে দেয়া এক বিবৃতিতে শেখ বেলাল জানান, এই সদনের ফলে বাংলাদেশ যে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশ হতে চায় সেই পথে এগিয়ে যেতে সহায়ক হবে। ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে। ২০৩০ সালের মধ্যে হবে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ। এর ৫০ ভাগ আসবে কয়লা থেকে। যা সর্বাধুনিক প্রযুক্তিতে করা হবে। বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানিতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। আগামী তিন বছরে বাংলাদেশ তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। আর আগামী সাত বছরে বিনিয়োগ করবে আট বিলিয়ন ডলার। এই চাহিদা মেটাতে বাংলাদেশ সরকারি বেসরকারি অংশগ্রহণ সহ পার্শ্ববর্তী দেশের বেসরকারি উদ্যোক্তাদেরও সম্পৃক্ত করছে।