ঠোঁট ও তালু কাটা শিশুদের চিকিৎসায় সহায়তা দিল শেভরণ

ঢাকা, ৭ই ফেব্রুয়ারি, ২০২৪ (সংবাদ বিজ্ঞপ্তি):
সিলেটে ঠোঁট, তালু কাটা কিম্বা পুড়ে যাওয়া শিশু ও বিভিন্ন বয়সী ব্যক্তিদের বিশেষ চিকিৎসার ব্যবস্থা করল শেভরণ বাংলাদেশ। ৬৯জনকে অপারেশন করে তাদের ক্ষত সারানো হয়েছে।
বিশেষ করে শেভরনের জালালাবাদ গ্যাস ক্ষেত্রের কাছে বসবাসকারী শিশু যারা ঠোঁট, তালুতে ফাটল, মুখের অন্যান্য জটিলতা এবং শরীরের পোড়া অঙ্গ নিয়ে ভুগছে তারা বিনামূল্যে পুনর্গঠনমূলক এই সার্জারি সুবিধা পেয়েছে।
১০ দিনের কার্যক্রমে আংশিকভাবে শেভরন বাংলাদেশ স্পনসর করে এবং রোটারি ক্লাব অব জালালাবাদ ও সিলেট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল (এসডাব্লিউএমসিএইচ) এর সহযোগিতায় পরিচালিত হয়। এবারের সিলেট মিশনে ৬টি দেশের ২৯ জন স্বেচ্ছাসেবক অংশ নেয়। এই দলে পুনর্গঠনকারী প্লাস্টিক সার্জন, অ্যানেস্থেসিওলজিস্ট, শিশু বিশেষজ্ঞ, স্পিচ প্যাথলজিস্ট, অর্থোডন্টিস্ট এবং নার্স ছিল।
সিলেটে ৭ম রোটাপ্লাস্ট মিশনের সমাপ্তি উপলক্ষে একটি আনুষ্ঠানিক সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়। জীবন-পরিবর্তনকারী কার্যক্রমের অংশ হিসেবে, ৬৯ জন রোগীকে
সম্প্রতি এর সমাপনি অনুষ্ঠানে সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিক, রোটাপ্লাস্ট মিশন পরিচালক ডা. কেনেথ জ্যাকব ফাঙ্ক, রোটারি ক্লাব অব জালালাবাদ এবং মূল সমন্বয়কারী ডা. মনজুরুল হক চৌধুরী, রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট মনজুর আল বাসেত, শেভরন বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্সের পরিচালক মুহাম্মদ ইমরুল কবির, অধ্যক্ষ এসডাব্লিউএমসিএইচ প্রফেসর ড. ফজলুর রহিম কায়সার, ব্রিগেডিয়ার জেনারেল ডা. জি. এম. মনিরুল ইসলাম এবং হলি সিটি হোল্ডিংস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. ওয়েস আহমেদ চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
রোটারি ক্লাব অফ সান ফ্রান্সিসকোর একটি প্রকল্প, যেখানে রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল একটি অলাভজনক, মানবিক সংস্থা, যা বিনামূল্যে পুনর্গঠনমূলক সার্জারি, আনুষঙ্গিক চিকিৎসা প্রদানের জন্য বহু-বিভাগীয় চিকিৎসা দল পাঠায়। এছাড়াও ঠোঁট এবং তালুর ফাটল ও অসঙ্গতি সহ শিশুদের ব্যাপক যত্নের জন্য প্রশিক্ষণ দেয়। এটি স্থানীয় পেশাদার, রোটারিয়ান এবং অন্যান্য সংস্থার সাথে কাজ করে ঠোঁট কিংবা তালুর ফাটল প্রতিরোধে শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেয়।
২০১৩ সালে শেভরনের লজিস্টিক সহায়তা এবং চট্টগ্রামে একটি সার্জিক্যাল মিশনের আংশিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে শেভরন বাংলাদেশের সাথে রোটাপ্লাস্টের সহযোগিতা কার্যক্রম শুরু হয়। এরপরে, শেভরন বাংলাদেশের সাথে সহযোগিতায় ২০১৪, ২০১৫, ২০১৮ এবং ২০১৯ সালে বাংলাদেশের সিলেটে রোটাপ্লাস্ট আসে।
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমেদ সিদ্দিক; রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল, শেভরন বাংলাদেশ, রোটারি ক্লাব অব জালালাবাদ এবং সিলেট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের এই কার্যক্রমকে প্রশংসা করেন। শেভরন বাংলাদেশের কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর মুহাম্মদ ইমরুল কবির বলেন, এই পুনর্গঠনমূলক সার্জারি সত্যিকার অর্থেই জীবনকে আরও ভালোর দিকে বদলে দেয়, স্বাভাবিক জীবনযাপনকে তরান্বিত করে এবং তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর সুযোগ সঞ্চার করে।
শেভরন বিশ্বের শীর্ষস্থানীয় সমন্বিত জ্বালানি সংস্থাগুলোর মধ্যে একটি, যা জ্বালানি শিল্পের কার্যত প্রতিটি ক্ষেত্রে জড়িত।
শেভরন দেশের উত্তর-পূর্বে তিনটি গ্যাসক্ষেত্র পরিচালনা করে। শেভরন বাংলাদেশ ব্লক টুয়েলভ, লিমিটেড এবং শেভরন বাংলাদেশ ব্লক থার্টিন অ্যান্ড ফোর্টিন, লিমিটেড (শেভরন বাংলাদেশ) হল বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের বৃহত্তম উৎপাদক, যা মোট প্রাকৃতিক গ্যাসের চাহিদার প্রায় ৬০ শতাংশ এবং অভ্যন্তরীণ ঘনীভূত গ্যাস উৎপাদনের ৮০ শতাংশের বেশি।