ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা কমল
নিজস্ব প্রতিবেদক (ঢাকা: বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৪):
ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি এক টাকা কমল।
১লা জানুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে। সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা থেকে এক টাকা কমিয়ে ১০৪ টাকা, কেরোসিন ১০৫ টাকা থেকে এক টাকা কমিয়ে ১০৪ টাকা এবং অকটেন ১২৫ টাকা, পেট্রোল ১২১ টাকায় অপরিবর্তিত রেখে
নতুন দাম ঘোষণা করা হয়েছে।
বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ পদ্ধতির আলোকে এই দাম ঠিক করা হয়েছে।