ডিপিডিসির টাস্কফোর্সের বিশেষ অভিযান : ২ কোটি টাকা আদায়

বিদ্যুৎ চুরি ও রাজস্ব ফাঁকির ধরে গত এক সপ্তাহে দুই কোটি টাকা আদায় করেছে ডিপিডিসি। রাজধানি ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই টাকা আদায় করা হয়।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ডিপিডিসি) বিশেষ টাস্কফোর্স অভিযান চালিয়ে এসব চুরি ধরেছে এবং জরিমানা আদায় করেছে।
টাস্কফোর্স সূত্র জানায়, গত ১৩ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে দুই লাখ ৭ হাজার ইউনিট বিদ্যুৎ চুরি এবং ৬৩ লাখ টাকা রাজস্ব ফাঁকীর ঘটনা উদঘাটন করা হয়েছে। এসব ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। ১৪টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ডিপিডিসি’র বিশেষ টাস্কফোর্স প্রধান মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে একটি দল রামপুরায় ‘মোল্লা টাওয়ারে’ লিরিক এ্যাপারেলস লি. এ অভিযান চালায়। সেখানে ১০ লাখ টাকার রাজস্ব ফাঁকীর ঘটনা উদঘাটন করা হয়। এছাড়া টাস্কফোর্সের অন্য একটি দল বংশালে অভিযান চালিয়ে ৬৩ লাখ টাকা রাজস্ব ফাঁকীর অপরাধে ১৫ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। মধুবাগ এলাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানের এক কর্মকর্তার বাস ভবনে মিটার বাইপাসের মাধ্যমে ২৩ হাজার ইউনিট বিদ্যুৎ চুরির ঘটনা ধরা হয়েছে। সেখান থেকে সাত লাখ টাকা জরিমানা আদায় করা হয়। কামরাঙ্গিরচর এলাকার একটি কারখানায় অবৈধ সংযোগের মাধ্যমে প্রায় ২৬ হাজার ইউনিট বিদ্যুৎ চুরির ঘটনা ধরা হয়। এছাড়া নারিন্দা ও কাজলায় দু’টি নির্মাণাধীন ভবনে রাজস্ব ফাঁকি এবং পল্টন এলাকায় বেআইনী ভাবে বিদ্যুত চুরি করে একাধিক প্রতিষ্ঠানে বিদ্যুত বিক্রির ঘটনা ধরা হয়।