ডেসকোর ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা
ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানি (ডেসকো) শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০শে জুন ২০১৫ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে ডেসকো। গত বছরও ১৫ শতাংশ লভ্যাংশ দেয়া হয়েছিল।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী বছরের ২রা জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ নভেম্বর।
সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে চার টাকা ৩২ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য ৩৪ টাকা ১৬ পয়সা।