ঢাকাসহ নরসিংদী মাধবদী লক্ষণখোলায় গ্যাসের চাপ কম থাকবে
গ্যাস পাইপ লাইন মেরামতের জন্য আজ শনিবার সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত মোট ১০ ঘন্টা ঢাকার কিছু এলাকাসহ নরসিংদী, লক্ষণখোলা, মাধবদী এলাকায় গ্যাস সরবরাহ করা হবে না। এজন্য ঐ এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। দুপুরের পর ঐ এলাকার কোথাও কোথাও মোটেও গ্যাস নাও থাকতে পারে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এণ্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, টিএন্ডটি-ঘোড়াশাল তিতাস শাখার আওতাধীন রায়পুরা থানার আমিরগঞ্জ রেল স্টেশনের পশ্চিম পাশের ১৪ ইঞ্চি ব্যাসের সঞ্চালন লাইন মেরামত করা হবে। উচ্চ ক্ষমতার এই পাইপ লাইনে প্রতি ইঞ্চিতে এক হাজার চাপের (পিএসআই) গ্যাস সরবরাহ করা হয়ে থাকে। পাইপ লাইনটি থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ নিতে গিয়ে এলাকাবাসী ছিদ্র করে ফেলেছে। সাময়িকভাবে সেই ছিদ্র মেরামত করা হয়েছে। এখন স্থায়ীভাবে মেরামত করা হবে। একই সাথে সঞ্চালন লাইন থেকে অবৈধভাবে নেয়া দুই ইঞ্চি ব্যাসের লাইনটি ও তুলে ফেলা হবে। এজন্য ঐ এলাকায় আজ সকাল থেকে গ্যাস সরবরাহ করা হবে না।