ঢাকায় ট্যাংক স্থাপন করে এলপি গ্যাস সরবরাহ করবে বসুন্ধরা
ঢাকায় বড় মজুদের ট্যাংক স্থাপন করে এলপি গ্যাস সরবরাহ করবে বসুন্ধরা এলপি গ্যাস। ঢাকায় লা মেরিডিয়ান হোটেলের সামনে এই স্টোরেজ স্থাপন করা হবে। এজন্য উভয়ের মধ্যে রোববার চুক্তি হয়েছে।
লা মেরিডিয়ান ঢাকা ও বেস্ট হোল্ডিংস এর প্রেসিডেন্ট হাসান আহমেদ এবং বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব ডিভিশন সেলস মীর টি আই ফারুক রিজভী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এসময় লা মেরিডিয়ান ঢাকা ও বেস্ট হোল্ডিংস এর ডিরেক্টর আফরা আঞ্জুম, জেনারেল ম্যানেজার কনস্ট্যান্টিনস এস গাব্রিয়েল, প্রকৌশলী পরিচালক আব্দুর রব, বসুন্ধরা এলপি গ্যাসের মিডিয়া ও পিআর ম্যানেজার কাজী রোকন উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।