তালপট্টির কথা বলে অর্জন খাটোর চেষ্টা : প্রধানমন্ত্রী

ঢাকা , ১০ জুলাই, ২০১৪ (বাসস ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সমুদ্রে তালপট্রি দ্বীপের কোন অস্বিত্ব নেই। এ নিয়ে কথা বলে সরকারের অর্জনকে খাটো করার চেষ্টা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় পরিদর্শনকালে কর্মকর্তাদের উদ্দেশে ভাষণে তিনি একথা বলেন।
বিএনপি পাঁচ বছর ক্ষমতায় থাকলেও এ নিয়ে তারা তাদের দায়িত্ব ঠিকমত পালন করেনি অভিযোগ করে তিনি বলেন, “বিএনপির এক নেতা বলেছেন আমরা তালপট্রি পাইনি। তাকে উচিত বঙ্গোপসাগরে পাঠিয়ে দেয়া। তালপট্রি কোথায় আছে খুঁজে বের করুক।”
প্রধানমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন যদি জয়ী না হতাম তাহলে ভারতের কাছ থেকে সমুদ্রসীমা আনতে পারতাম কীনা সন্দেহ। কারণ অতীতে কোন সরকার এ ব্যাপারে কোন উদ্যোগ নেয়নি।
ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে সমুদ্র বিজয়কে সরকারের বিরাট সাফল্য উল্লেখ করে তিনি বলেন, এই বিজয়ের ফলে অর্জিত সম্পদ যথাযথ কাজে লাগানো হবে।
দ্য হেগ এর সালিশী ট্রাইব্যুনাল গত ৭ জুলাই বঙ্গোপসাগরে ২০০ নটিক্যাল মাইলের একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং ২০০ নটিক্যাল মাইলের বাইরে মহীসোপান অঞ্চলে বাংলাদেশের নিরঙ্কুশ ও সার্বভৌম অধিকার সুনিশ্চিত করে বাংলাদেশ-ভারত সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় ঘোষণা করে।
রায়ের ফলে বাংলাদেশ বঙ্গোপসাগরের বিতর্কিত জলসীমানায় ২৫ হাজার ৬০২ বর্গ কিলোমিটার এলাকার মধ্যে ১৯ হাজার ৬৬৭ বর্গ কিলোমিটার এলাকা পেয়েছে।