পরমানু বর্জ্য নিয়ে যাবে রাশিয়া: মস্কোতে চুক্তি
পাবনার পরমানু বিদ্যুৎ কেন্দ্রর রাসায়নিক বর্জ্য নিয়ে যাবে রাশিয়া। সেখানে তারা এই বর্জ্য নতুন করে ব্যববহার উপযোগি করবে।
বুধবার মস্কোতে এবিষয়ে বাংলাদেশ রাশিয়ার মধ্যে চুৃক্তি হয়েছে।
বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুক্তির আওতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ব্যবহার করা পারমাণবিক জ্বালানি থেকে যে বর্জ্য হবে তা তারা নিয়ে প্রক্রিয়াজাত করবে। চুক্তিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রর বর্জ্য শোধনে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এবং রোসাটমের প্রধান নির্বাহী আলেক্সি লিখাচোভ চুক্তিতে সই করেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রাসায়নিক শোধন) সংক্রান্ত আন্তঃসরকারি চুক্তিও প্রস্তুত করা হয়েছে। নিয়মানুযায়ী উভয় দেশের সরকার চুক্তি অনুমোদন করেছে। আন্তঃসরকারি চুক্তির ধারাবাহিকতায় ভবিষ্যতে বাণিজ্যিক চুক্তি প্রস্তুত ও সই করার পরিকল্পনা রয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে আলেক্সি লিখাচোভ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ন্যূনতম ১২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার দুটো ভিভিইআর রিয়্যাক্টর স্থাপর করা হবে। ভিভিইআর-১২০০ একটি আধুনিক ৩+ প্রজন্মের প্রকল্প; যা ফুকুশিমা পরবর্তী সকল নিরাপত্তা মান এবং আন্তর্জাতিক বিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ। এই চুক্তি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণের ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক। নির্মাণ কাজ শুরুর আগেই দুদেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন অধ্যায়।