তেল চুরির অভিযোগে ট্রেনের চালকসহ বরখাস্ত ৩

লালমনিরহাটে ট্রেনের তেল চুরির অভিযোগে চালক রাশেদুল ইসলাম মানিক, সহকারী চালক আব্দুল মালেক ও পরিচালক মইনুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।বুধবার তাদের বরখাস্ত করা হয়। এ ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে যান্ত্রিক প্রকৌশলী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাতে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী ৪৫৫আপ ট্রেনটি কাকিনা রেলওয়ে স্টেশনে দাঁড়ায়। এ সময় চালক, সহকারী চালক ও পরিচালকের উপস্থিতিতে তেল চুরি করে একটি চক্র।
ট্রেনের যাত্রী কলেজ ছাত্র কামরুল ইসলাম মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করতে গেলে মোলাইল ফোন কেড়ে নিয়ে তাকে মারধর করে চক্রের সদস্যরা।খবরটি যাত্রীদের মধ্যে ছড়িয়ে পরলে পার্শ্ববর্তী হাতীবান্ধা রেলওয়ে স্টেশনে বিক্ষুব্ধ জনতা ট্রেনটি আটকিয়ে দেয়। চালক, সহকারী চালক ও পরিচালককে স্টেশন মাস্টারের কক্ষে অবরুদ্ধ করা হয়। এ সময় তাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধরা।রাত সাড়ে ১০টার দিকে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নিলে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
এদিকে বুধবার ঘটনা তদন্ত করতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত ট্রেন চালক রাশেদুল ইসলাম মানিক, সহকারী চালক আব্দুল মালেক ও পরিচালক মইনুল হককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।রেলওয়ে যান্ত্রিক প্রকৌশলী রেজাউল করিম জানান, অভিযুক্তদের সাময়িকভাবে বরখাস্তসহ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।