ত্রিপুরা থেকে অক্টোবরেই বিদ্যুৎ আসবে

ভারতের ত্রিপুরা থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আনতে কুমিল্লা (দক্ষিণ) উপকেন্দ্রের ক্ষমতা বাড়ানো হচ্ছে। অক্টোবর মাসের মধ্যেই ত্রিপুরা থেকে বিদ্যুৎ আনা সম্ভব হবে বলে জানানো হয়েছে।
বুধবার পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লি. (পিজিসিবি) ও এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লি. এর মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি করেছে। পিজিসিবি প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়। আমদানী করা বিদ্যুৎ পিজিসিবি’র কুমিল্লা (দক্ষিণ) উপকেন্দ্ররর মাধ্যমে ব্যবহার হবে।
পিজিসিবি ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী বলেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের কাজ এগিয়ে নেয়া হচ্ছে। আগামী অক্টোবর নাগাদ ত্রিপুরার বিদ্যুৎ আমদানী করা সম্ভব হবে।
চুক্তি অনুযায়ী, আগামী আট মাসের মধ্যে কুমিল্লা (দক্ষিণ) উপকেন্দ্রে দু’টি নতুন ১৩২ কেভি লাইন নির্মাণ করা হবে। এ কাজের চুক্তিমূল্য ছয় কোটি ৩৩ লাখ টাকা।
পিজিসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মাসুম-আলবেরুনী, নির্বাহী পরিচালক (ওএন্ডএম) তপন কুমার রায়, নির্বাহী পরিচালক (পিএন্ডডি) চৌধুরী আলমগীর হোসেন, নির্বাহী পরিচালক (এইচআর) মোহাম্মদ শফিকউল্লাহ, প্রধান প্রকৌশলী (প্রকল্প) ফরিদ উদ্দিন আহমেদ, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. শফিউল্লাহ এবং পিজিসিবি ও এনার্জিপ্যাক এর প্রধান নির্বাহি ও পরিচালক রবিউল আলমসহ উর্ধ্বতন কর্মকর্তা চুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পিজিসিবি’র সচিব, মো. আশরাফ হোসেন এবং এনার্জিপ্যাক’র অতিরিক্ত প্রকল্প মহাব্যবস্থাপক এস এম আমিনুল হক চুক্তিপত্রে সই করেন।
ভারতের ত্রিপুরায় উৎপাদিত বিদ্যুৎ থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে আমদানী করতে পিজিসিবি’র নেয়া ‘ত্রিপুরা (ভারত) – কুমিল্লা দক্ষিণ (বাংলাদেশ) গ্রীড ইন্টারকানেকশন প্রজেক্ট’ শীর্ষক প্রকল্পের আওতায় এই কাজ করা হবে।