ত্রিপুরা থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আনতে ১৩শ’ কোটি টাকা অনুমোদন
ভারতের ত্রিপুরা থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে। এজন্য প্রয়োজনীয় অবকাঠামো করতে এক হাজার ৩৪২ কোটি টাকা লাগবে।
আজ মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এই টাকা অনুমোদন দেয়া হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব করেন।
বর্তমানে ৪০০ কেভি ডাবল সার্কিট সঞ্চালন লাইনের মাধ্যমে বাংলাদেশে ১০৭ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। নতুন লাইনের মাধ্যমে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হবে।
প্রকল্প বাস্তবায়নে খরচ হবে এক হাজার ৩৪২ কোটি ২৬ লাখ টাকা। এরমধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ২৫২ কোটি ৫১ লাখ টাকা, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ থেকে এক হাজার ১৯ কোটি ৭৯ লাখ টাকা এবং বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব তহবিল থেকে ৬৯ কোটি ৯৬ লাখ টাকা খরচ করা হবে।