ত্রিপুরায় জ্বালানি তেলের রেশনিং চালু

ভারতের ত্রিপুরায় জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা চালু করেছে রাজ্য সরকার।

সোমবার থেকে এ ব্যবস্থা কার্যকর হয়েছে। তাই এখন থেকে একটি বাইক-স্কুটার দৈনিক সর্বোচ্চ ২০০ রুপির পেট্রোল কিনতে পারবে, তেমনি অটোরিকশাও ৩০০ রুপির আর ছোট গাড়ি ৫০০ রুপির পেট্রোল কিনতে পারবে।

রাজ্যে জ্বালানি তেলের আমদানি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা চালু থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বর্ষা মৌসুমের শুরুই ত্রিপুরা রাজ্যের জীবন রেখা বলে পরিচিত ৪৪ নম্বর জাতীয় সড়ক আসাম রাজ্যের লোয়ারপোয়া এলাকার সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

বহু কষ্টে জ্বালানিসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ত্রিপুরায় আসছে। তাই আগরতলাসহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে প্রতিদিন পাম্পে দীর্ঘ হচ্ছে জ্বালানি তেল সংগ্রহের জন্য বাইক, স্কুটারসহ গাড়ির সাড়ি।

আবার অনেক সময় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মিলছে না জ্বালানি তেল। আর এ সুযোগে প্রতি লিটার পেট্রোলে ২০০ থেকে ২৫০ রুপি মূল্য নিচ্ছেন ‘কতিপয়’ অসাধু ব্যবসায়ী।

যেখানে সরকার নির্ধারিত মূল্য মাত্র ৬০ রুপি। তাই এ সমস্যা সমাধানে এ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের খাদ্য ও জন সংভরণ দফতর।