দেশেই উৎপাদন হচ্ছে উন্নত ক্যাবল

দেশেই আধুুনিক প্রযুক্তির বৈদ্যুতিক তার তৈরি করছে আরআর ইম্পেরিয়াল ইলেকট্রিক্যালস লিমিটেড। বিদ্যুৎ জ্বালানি সপ্তাহের মেলায় সন্তোষজনক সরবরাহ আদেশও পেয়েছেন। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশে আরআরই প্রথম নিয়ে এসেছে স্কিন কোটেড টেকনোলজি এবং ফ্লেম রিটার্ডেন্ট (এফআর ) কেবলস। এছাড়া সুপার এনামেল কপার ওয়ার, কপার স্ক্রিপ, কপার বাস বার, কপার রড উৎপাদন করছে। এসব ক্যাবল বিদ্যুৎ কেন্দ্র, সঞ্চালন লাইন ও বাসাবাড়িতে ব্যবহার হচ্ছে।
বাংলাদেশ ও ভারত যৌথ মালিকানার এই কোম্পানি ২০১১ সাল থেকে বৈদ্যুতিক তার ও ওয়ার তৈরি করছে।
আরআর ইম্পেরিয়াল এর এজিএম মো. ইউসুফ আলী বলেন, মেলায় সন্তোষজনক সাড়া পেয়েছি। এধরণের আয়োজন ব্যবসায়ের জন্য সহায়তা করে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত মেলায় ৫০টিরও বেশি প্রতিষ্ঠানের কাছ থেকে কার্যাদেশ পেয়েছে।