ধুনট উপজেলায় তিন দিন ধরে বিদ্যুৎ নেই

বগুড়ার ধুনট উপজেলায় ঘুর্ণিঝড় কোমেনের আঘাতে বিদ্যুতের তার ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ছেড়া তার ঠিক না হওয়ায় তিন দিন ধরে বিদ্যুৎ নেই ওই এলাকায়।
জানা যায়, ওই এলাকার প্রায় ১৬ হাজার বিদ্যুৎ গ্রাহক আছে। এরমধ্যে বুধবার বিকেল ৩টার থেকে প্রায় ১০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় আছেন।
বুধবার দুপুর থেকে হঠাৎ দমকা হাওয়া ও অবিরাম বর্ষণ শুরু হয়। প্রকৃতির বিরূপ প্রভাবে বিদ্যুতের তারের ওপর বাঁশ অথবা গাছের ডাল ভেঙে পড়ে। এতে করে বিদ্যুতের খুঁটি থেকে তার ছিঁড়ে মাটিতে পড়েছে।
বগুড়া পল্লীবিদ্যুৎ সমিতির ধুনট অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) শামসুল হক জানান, প্রতিকুল আবহাওয়ার কারণে কাজ করতে পারছেন না বিদ্যুৎ বিভাগের লাইনম্যানরা। এ কারণে বিদ্যুৎ লাইন মেরামত করা যাচ্ছে না। এছাড়া জনবল সংকটের কারণে বিদ্যুৎ লাইন সঠিক ভাবে পর্যবেক্ষণ করতে পারছেন না। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব নয়।