নতুন অফিসসূচিতে বিদ্যুৎ ব্যবহারের পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক:
সরকারি স্বায়ত্তশাসিত অফিসের সময় এগিয়ে আনায় শহরে সকালে বিদ্যুতের চাহিদা বেড়েছে। ডেসকো ও ডিপিডিসি এলাকায় সকালে বিদ্যুতের চাহিদা বেড়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ ব্যবহারের পিক আওয়ার দিনের বেলায় চলে এলে একটি ভারসাম্য আসবে। মধ্যরাতে কৃষি সেচ কাজে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া হবে বলেও জানান তিনি।
বুধবার থেকে সব সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় এক ঘণ্টা এগিয়ে, সকাল ৮টা থেকে বিকাল ৩টা করা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান চলবে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত। তবে লেনদেন হবে ৩টা পর্যন্ত লেনদেন করা যাবে। বিদ্যুৎ জ্বালানি সাশ্রয়ের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দুই দিন করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আগে সকাল ১০টা থেকে বিদ্যুতের চাহিদা বাড়ত। এখন আরও সকাল থেকে চাহিদা বাড়া শুরু করেছে। সকাল ১০টায় ডেসকোর চাহিদা এক হাজার মেগাওয়াটের উপরে চলে গেছে। তার মানে শহরের ভেতর ডেসকো এবং ডিপিডিসির সর্বোচ্চ চাহিদার সময় থাকে দুপুরে, কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, সন্ধ্যা থেকে সর্বোচ্চ চাহিদার সময় যদি দিনের বেলায় চলে আসে, তাহলে সন্ধ্যা এবং দিনের মধ্যে বিদ্যুৎ ব্যবহারে সমন্বয় করা যাবে। প্রতিমন্ত্রী বলেন, সেচ পাম্পের জন্য আগামী ১৫ দিন যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রয়োজনে মন্ত্রীদের বাসাতেও লোডশেডিং দেওয়া হোক। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, সবার বাসাতেই তো লোডশেডিং চলছে। কেউ বাদ যাচ্ছে না।
প্রতিমন্ত্রী বলেন, আমরা লোডশেডিং কমাচ্ছি। জ্বালানি ও গ্যাস ঘাটতির কারণে লোডশেডিং দিতে বাধ্য হয়েছি।