নদী দূষণ ও দখলমুক্ত রাখার নির্দেশ

নদীদূষণ ও দখলমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক চাপে পড়ে কাজ না করার জন্যও বলা হয়েছে তাদের। রাজনৈতিকভাবে কোনো চাপ এলে সেটা সরাসরি মন্ত্রীদের জানাতে বলা হয়েছে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে বৃহস্পতিবার নৌপরিবহন ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনা শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এ তথ্য জানান।

ডিসি সম্মেলনের অধিবেশন শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের বলেন, নদীর জায়গা যেন কোনোভাবেই বরাদ্দ দেয়া না হয়, এ জন্য ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের নদী দূষণ ও দখলমুক্ত রাখতে বলা হয়েছে। এ ছাড়া ঈদ সামনে রেখে যার যার এলাকায় প্রয়োজনীয় প্রস্তুতি নিতেও বলা হয়েছে।