নবায়নযোগ্য জ্বালানির জন্য জমি আর সঞ্চালন লাইন মূল চ্যালেঞ্জ
নিজস্ব প্রতিবেদক:
নবায়নযোগ্য জ্বালানির জন্য জমি আর সঞ্চালন লাইন মূল চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সোমবার এক চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, নবায়নযোগ্য বিদ্যুৎ করতে বিদ্যুৎ বিভাগ নানা পরিকল্পনা নিয়েছে । আগামী কয়েক বছরের মধ্যে দুই হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ করা হবে। ২০৩০ সালের মধ্যে করা হবে ১২ হাজার মেগাওয়াট।
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র এলাকায় ৫০০ মেগাওয়াট সৌর বিদ্যুৎ স্থাপন করা হবে।
বাংলাদেশ ও ইন্দোনেশিয়া যৌথভাবে সমান অংশীদারিত্বে একটি কোম্পানি গঠন করা হবে। সেই কোম্পানি এই বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে।
সোমবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এবিষয়ে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড এবং ইন্দোনেশিয়ার পিটি পেরটামিনা পাওয়া সমঝোতা স্মারক সই করেছে।
‘কোল পাওয়ার জেনারেশন কোম্পানী বাংলাদেশ লিমিটেড’ এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং ‘পারতামিনা পাওয়ার ইন্দোনেশিয়া’র পক্ষে স্ট্র্যাটেজিক পরিচালক ফাদলি রহমান চুক্তিতে সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান। বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার এ্যাম্বাসিডর হিরু হারটানটো সুবোলোসহ অন্যরা বক্তব্য রাখেন।
সৌর বিদ্যুৎ করতে জমি তৈরি আছে বলে অনুষ্ঠানে জানানো হয়।