নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে ১০ বছর কর অব্যাহতির সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা (বৃহস্পতিবার, ১৪ই নভেম্বর ২০২৪):
নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে ১০ বছরের কর অব্যাহতি দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন উদ্যোক্তারা পাঁচ বছরের জন্য এই সুবিধা পান।
আয়কর আইন ২০২৩–এর ধারা ৭৬–এর উপধারা (১)–এ দেওয়া ক্ষমতাবলে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী যেসব কোম্পানির বাণিজ্যিক উৎপাদন ২০২৫ সালের ১লা জুলাই থেকে ২০৩০ সালের ৩০শে জুনের মধ্যে হবে, তারা এ সুবিধা পাবে। বাণিজ্যিক উৎপাদন শুরুর পর পরবর্তী ৫ বছরের পরিবর্তে ১০ বছর শতভাগ কর অব্যাহতির সুবিধা পাবে তারা। পরবর্তী ৩ বছরে ৫০ শতাংশ ও তার পরের ২ বছরে ২৫ শতাংশ হারে কর দিতে হবে।
একই সাথে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের জন্য আমদানি করা সামগ্রীর ওপর ৫ শতাংশ অগ্রিম ভ্যাট মওকুফ করা হবে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে ‘ট্যারিফ রেশনালাইজেশন অব সোলার প্যানেল’ শীর্ষক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানসহ সংশ্লিষ্ট বিভাগগুলোর সচিবরা উপস্থিত ছিলেন।
সভায় নবায়নযোগ্য জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অধিকতর সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্রুতই এবিষয়ে প্রজ্ঞাপন জারি করবে বলে জানাগেছে।