নানা আর নাতির বয়ানে বিদ্যুৎ সাশ্রয়ের সচেতনতা
নানা আর নাতির বয়ানে সচেতন করার চেষ্টা করা হলো বিদ্যুৎ সাশ্রয়ের। নাতি জানতে
চাইলো আর নানা উত্তর দিল বিদ্যুৎ সাশ্রয়ের সুবিধার কথা। গান আর নাচে জানান দেয়া হলো
বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি। নানা আর নাতির কথা হচ্ছিল গম্ভীরায়।
জাতীয় বিদ্যুৎ জ্বালানি সপ্তাহ ২০১৬ এর সমাপনি সাস্কৃতিক অনুষ্ঠানে এই ঐতিহ্যবাহী
গম্ভীরা পরিবেশিত হয়। শনিবার ছিল মেলার শেষদিন। সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার
গার্ডেনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নাচ আর গানের পাশাপাশি হয়
গম্ভীরা। গম্ভীরা পরিশেন করে অন্তরঙ্গ থিয়েটার।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
প্রধান অতিথির বক্তব্যে নসরুল হামিদ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে সরকারের সাফল্য তুলে ধরে বলেন,
আগামী দুই বছরের মধ্যেই ঘাটতি পূরণ করে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ। অনুষ্ঠানে
বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. আহমদ কায়কাউস এবং জ্বালানি ও খনিজ
সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী বক্তৃতা করেন।