নির্বাচনের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ

আগামী ২৮ এপ্রিল নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৭ এপ্রিল সন্ধ্যা থেকে ২৮ এপ্রিল ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত তিন সিটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে বুধবার চিঠি দিয়েছে ইসি।
চিঠিতে বলা হয়েছে, ভোটের আগের দিন কেন্দ্রগুলোতে মালপত্র পাঠানোর কাজ শুরু হবে। ভোটের দিন ভোট কেন্দ্রগুলোতে গণনা শেষ না হওয়া পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।
এদিকে বিদ্যুৎ বিভাগ থেকে নির্বাচনের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেয়ার যথাযথ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। ঐ দিন প্রায় সকল বিদ্যুৎ কেন্দ্র চালু রাখা হবে।