নির্দিষ্ট এলাকায় কারখানা করলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ: নসরুল হামিদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নির্ধারিত এবং নির্দিষ্ট এলাকায় শিল্প-কারখানা স্থাপন করলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া হবে। কিন্তু যেখানে সেখানে কারখানা করলে বিদ্যুৎ দেয়া হবে না।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘১২তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা-২০১৭’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চারদিনব্যাপী এই মেলার আয়োজন করে বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ)। বিপিজিএমইএ এর সভাপতি মো. জসিম উদ্দিন-এর সভাপতিত্বে অন্যদের মধ্যে সংসদ সদস্য মোরশেদ আলম, বিপিজিএমইএ এর সাবেক সভাপতি এ এস এম কামাল উদ্দিন বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, পরিবেশবান্ধব আধুনিক বাংলাদেশ গড়তে বর্জ্য-ব্যাবস্থাপনা নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিৎ। মধ্যম আয়ের দেশে যেতে হলে যেমন বিদ্যুতের ব্যবহার বাড়াতে হবে তেমনি প্লাস্টিক পণ্যের ব্যবহারও বাড়াতে হবে। তিনি বলেন, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ দেয়া হচ্ছে। জ্বালানি কোন সমস্যা হবে না। প্লাস্টিক খাতে নতুন নতুন আইডিয়া নিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্লাস্টিক শিল্পে নতুনত্ব দরকার। আমাদের দেশে খেলনার বড় বাজার হতে পারে। তবে সেক্ষেত্রে আপনাদের ইনোভেটিভ হতে হবে।
আয়োজকরা জানান, এবারের প্লাস্টিক মেলায় ৪০০টি স্টল, বুথ এবং প্যাভিলিয়ন অংশ নিয়েছে। এর মধ্যে ১৫০টি দেশি স্টল ও প্যাভিলিয়ন এবং ২৫০টি বিদেশি কোম্পানি অংশ নেয়।