নির্বাহী আদেশে বিদ্যুতের দাম নির্ধারণের আইন বাতিল 

নিজস্ব প্রতিবেদক:

নির্বাহী আদেশে বিদ্যুতের দাম নির্ধারণের আইন বাতিল করে অধ্যাদেশ জারি করা হয়েছে। এর ফলে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের একক ক্ষমতা ফিরে পেলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (২৭শে আগস্ট) বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে এই অধ্যাদেশ জারি করা হয়।

অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আইনের ৩৪(ক) ধারা বিলুপ্ত করা হয়েছে। এই ধারা অনুযায়ী সরকার নির্বাহী আদেশে বিদ্যুতের দাম নির্ধারণ করতে পারতো।

২০২৩ সালে আইন সংশোধন করে নির্বাহী আদেশে দাম সমন্বয় করার নিয়ম যুক্ত করা হয়। তারপর গণশুনানি বাদ দিয়ে নির্বাহী আদেশে গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণ করা হচ্ছে।

বিশেষজ্ঞরা জবাবদিহি নিশ্চিত করার জন্য বিইআরসির মাধ্যমে শুনানি করে বিদ্যুৎ গ্যাসের দাম নির্ধারণ করার দাবি করে আসছে।