কাঠের গুঁড়া থেকে পরিবেশবান্ধব কাঠ
কাঠের গুঁড়া থেকে কাঠ। শক্ত কাঠ। নতুন আর একটি গাছ না কেটেই কাঠের চাহিদা পুরণ। আবার ঘূন ধরবে না। পানিতে পঁচবে না। ঋতু পরিবর্তনের সময় কাঠ আঁকাবাঁকাও হবে না। এমনই পরিবেশবান্ধব কাঠ এখন বাংলাদেশে তৈরি হচ্ছে। করছে ওরিযেন্টাল ইকো উড গ্রুপ।
মিলে কাঠ কাটার পর যে গুড়া তা সংগ্রহ করা হয়। গুঁড়াগুলো মেশিনে দিয়ে পাউডারে পরিণত করা হয়। এই পাউডারের সঙ্গে কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয় পরিবেশবান্ধব কাঠ। কারখানা থেকেই আবার তৈরী করা হচ্ছে দরজা, বোর্ড এবং টিম্বার টিউব।
ইকো উড গ্রুপের বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান মো. রেদওয়ান সিদ্দিক জানান, তাদের এই পণ্যগুলোকে তারা উড কম্পোজিট বলছেন। এটি পানিতে পঁচবে না, ঘুনে ঘরবে না এবং ঋতু পরির্তনের সময় ্আঁকাবাঁকা হবে না।
ইকো উড পরিবেশ বান্ধব বিদ্যূতের জেনারেটরও বাজারজাত করছে। জাপান থেকে এনে এই জেনারেটর বাংলাদেশে সরবরাহ করছে তারা।