পল্লী বিদ্যুতের গ্রাহক ১ কোটি ৪২ লাখ ৭ হাজার
একমাসেই সোয়া তিন লাখ বিদ্যুৎ সংযোগ দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ড (বিআরইবি)। জানুয়ারি মাসে দেশের গ্রাম এলাকায় আরইবি তিন লাখ ২৫ হাজার পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ দিয়েছে। এরমধ্য দিয়ে আরইবি’র মোট গ্রাহক সংখ্যা হয়েছে এক কোটি ৪২ লাখ সাত হাজার। এরমধ্যে ২০১৫-১৬ অর্থ বছর ৩০ লাখ নতুন সংযোগ দেয়া হয়েছে।
বিআরইবি সূত্র জানায়, ২০১৮ সালের মধ্যে ৯০ ভাগ পরিবারকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হবে। ২০২১ সালের মধ্যে শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধা দেয়ার লক্ষে সরকারের কার্যক্রম অংশ হিসেবে এই সংযোগ দেয়া চলছে। নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ার পাশাপাশি প্রতিমাসেই নতুন লাইনও সম্প্রসারন করা হচ্ছে।