পাঁচ বছরের মধ্যে গভীর সমুদ্রে সম্পদ আহরণে উদ্যোগ: প্রধানমন্ত্রী
সরকার আগামী পাঁচ বছরের মধ্যে গভীর সমুদ্রে সম্পদ আহরণের উদ্যোগ নেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই সম্পদ আহরণের উদ্যোগ না নিলে এগুলো বেহাত হয়ে যেতে পারে। তিনি বলেন, ‘আমরা যদি ৫ বছরের মধ্যে এই সম্পদ আহরণ না করি তাহলে এগুলো হাতছাড়া হবার ভয় আছে। কাজেই আমরা দ্রুত ব্যবস্থা নিতে চাচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে যেমন খনিজ সম্পদ পাওয়া যাবে, আবার খাদ্য সম্পদও প্রচুর আছে। যারাই আসুক আমরা তাদের সম্পদ আহরণের সুযোগ দিতে চাই। অন্তত আমরা সমুদ্রসম্পদ আহরণ শুরু করতে চাই।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। খবর বাসস’র।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে মৎস্যসম্পদ উৎপাদন, প্রক্রিয়াকরণ, বাজারজাত এবং বিদেশে রফতানির ক্ষেত্রে তার গুণগত মান বজায় রাখার আহ্বান জানান। তিনি এ সময় যে কোন পণ্যই উৎপাদন, বাজারজাত এবং রফতানির ক্ষেত্রেও গুণগত মান বজায় রাখার তাগিদ দেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মন্ত্রণালয়ের সচিব মোঃ মাকসুদুল হাসান খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, জাতীয় সংসদ নেতৃবৃন্দ, সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, বিদেশী কূটনীতিক, উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিবৃন্দ, মৎস্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং মৎস্য, পোল্ট্রি ও প্রাণিসম্পদ সম্পর্কিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পুরস্কার ২০১৬ প্রদান করেন।
মৎস্য সম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনায় অভাবনীয় সাফল্যের জন্য ৬টি শ্রেণীতে ২০ ব্যক্তি প্রতিষ্ঠান ও সংস্থাকে জাতীয় মৎস্য পুরস্কার ২০১৬ প্রদান করা হয়। ৫টি স্বর্ণ এবং ১৫টি রৌপ্য পদক দেয়া হয়। পদকের সঙ্গে সনদ এবং স্বর্ণ পদকের জন্য ৫০ হাজার এবং রৌপ্য পদকের জন্য ৩০ হাজার টাকার চেক প্রদান করা হয়। মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন।
স্বর্ণ পদক বিজয়ীরা হচ্ছেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার আব্দুল হালিম, তিনি দেশীয় রুই মাছের সঙ্গে তেলাপিয়া মাছের ৮ কোটি পোনা উদপাদন করে ২০১৫ সালে ২ কোটি টাকা আয় করেছেন।
যশোর জেলার সদর উপজেলার মোঃ ওবায়দুর রহমান, তিনি ২৭ হেক্টর জমিতে তেলাপিয়া মাছের একক উৎপাদন করে প্রায় ১৩ কোটি পোনা উৎপাদন করে ১২ কোটি টাকা আয় করেন।
যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মোঃ হাফিজুর রহমান, তিনি ৩ হেক্টর খামারে কৈ মাছ চাষে বিপ্লব সাধন করে ৩৫৫ মেট্রিক টন মাছ উৎপাদন করেন, হেক্টর প্রতি উৎপাদন হয় ১১৮ মেট্রিক টন।
কক্সবাজার জেলার সদর উপজেলার অংচিন ২০১১ সাল থেকে কাঁকড়া চাষে বিশেষ সাফল্য অর্জন করেন। তিনি ২০১৫ সালে ৩০ মেট্রিক টন কাঁকড়া রফতানি করে ২ কোটি ৪০ লাখ টাকা আয় করেছেন।
মৎস্য অধিদফতরের কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, এই কর্মকর্তা ইলিশ সম্পদ সংরক্ষণে বিশেষ ভূমিকার জন্য এবারের জাতীয় মৎস্য সম্পদ ২০১৬’র স্বর্ণ পদকে ভূষিত হন।