পাইকারি বিদ্যুতের দাম বাড়েনি

নিজস্ব প্রতিবেদক:
পাইকারি বিদ্যুতের দাম বাড়ানো হয়নি। বর্তমান যে দাম আছে তাই বহাল থাকবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তাদের বোর্ড সভায় পাইকারি বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বৃহষ্পতিবার ভার্চ্যুয়ালি দাম না বাড়ানোর ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল।
প্রয়োজনীয় সকল তথ্য না থাকায় বিদ্যুতের দাম সমন্বয় করা হয়নি বলে তিনি জানান। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ কোম্পানির কাছে যে বিদ্যুৎ বিক্রি করে তার দাম বাড়ানোর আবেদন করেছিল। আবেদনের পর বিইআরসি ১৮ই মে শুনানি করে। শুনানিতে বিভিন্ন পক্ষের মতামত, বিইআরসির পর্যালোচনা শেষে দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন যে লোকসান হবে তা সরকারি ভর্তুকি থেকে সমন্বয় করতে বলা হয়েছে।
চেয়ারম্যান বলেন, সরাসরি বিদ্যুতের যেসব গ্রাহক আছে তাদের তথ্য না থাকাসহ কয়েকটি কারণে দাম বাড়ানো হয়নি।
কোন পক্ষের আপত্তি থাকলে ৩০ দিনের মধ্যে করতে বলা হয়েছে।