পাইপলাইনে ভারত থেকে ডিজেল আসছে: উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
শনিবার থেকে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি শুরু হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ডিজেল আমদানির কার্যক্রম উদ্বোধন করবেন।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ এনার্জি বাংলাকে এতথ্য জানিয়েছেন।
বিপিসির চেয়ারম্যান বলেন, আপাতত বছরে দুই লাখ টন তেল ভারত থেকে নেয়া হবে। পর্যায়ক্রমে তা বাড়ানো হবে। প্রথম তিন বছর দুই লাখ মেট্রিক টন, পরবর্তী তিন বছর তিন লাখ, পরবর্তী চার বছর পাঁচ লাখ, অবশিষ্ট পাঁচ বছর ১০ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির করার কথা।
বছরের প্রথমে আনুমানিক চাহিদার কথা জানানো হবে। সে অনুযায়ি নেয়া হবে। এই তেল দিয়ে উত্তরাঞ্চলের চাহিদা মেটানো হবে।চেয়ারম্যান বলেন, যখনই ঋণপত্র খোলা হবে তার কয়েক ঘণ্টার মধ্যে তেল পাওয়া যাবে। এতে সময় বাচঁবে। খরচও কমবে।
ভারত থেকে ডিজেল আমদানির জন্য ভারতীয় অংশে ৫ কিলোমিটারসহ প্রায় ১৩১ দশমিক ৫ কিলোমিটার ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফপিএল) নির্মাণ করা হয়েছে। বন্ধুত্বের নির্দশন হিসেবে ভারত নিজ খরচে এই পাইপ তৈরি করে দিয়েছে বলে জানিয়েছেন বিপিসি চেয়ারম্যান।
তেল আনতে ১৫ বছরের চুক্তি করা হয়েছে। আন্তর্জাতিক বাজার দরে এই তেল কেনা হবে। পরিবহন খরচ ১৫ বছর পর্যন্ত নির্ধারিত থাকবে। প্রতিব্যারেল পরিবহন খরচ দিতে হবে সাড়ে ৫ ডলার। এর সাথে আন্তর্জাতিক বাজারেরর সাথে মিল করে দাম নির্ধারণ করে তা যোগ করা হবে।