পানির কল ছাড়লেই আলো জ্বলবে

ঘরে পানির কল ছাড়বেন আর আলো জ্বলবে। বাড়ির ছাদের পানির ট্যাংকের পানির চাপ থেকে উৎপাদন হবে বিদ্যুৎ। এই বিদ্যুৎ দিয়ে চার্জ করা যাবে মোবাইল, চালানো যাবে ছোট বাতি। এমনই যন্ত্র আবিষ্কার করেছে বগুড়ার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির শিক্ষার্থী মো. সালাউদ্দিন কায়সার।

শুক্রবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত বিদ্যুৎ মেলায় এই যন্ত্রের প্রদর্শনী করা হচ্ছে।

মো. সালাউদ্দিন জানান, এই যন্ত্র ব্যবহার করে বহুতল ভবনের পানির ট্যাংক এ সরবরাহ করা পানির প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। বহুতল ভবনের পানির পাম্প ও ট্যাংক এর মধ্যে পাইপ এর মধ্যে একটি টারবাইন বসাতে হবে। ট্যাংক থেকে পানি পড়বে এই টারবাইনে। আর পানির চাপে ঘুরবে চারবাইন। এতে যে শক্তি তৈরী হবে তা থেকেই উৎপাদন হবে বিদ্যুৎ। তিনি জানান, এই জেনারেটর থেকে যে বিদ্যুৎ পাওয়া যাবে তা দিয়ে সীমিত ওয়াটের বাতি, ফ্যান চালানো ও মোবাইল চার্জ করা সম্ভব।
এই যন্ত্রের নাম দেয়া হয়েছে হোম হাইড্রো-ইলেট্রিক মিনি প্ল্যান্ট। এতে আছে ছোট্ট জেনারেটর, ওয়াটার টারবাইন, পাইপ ফিটিংস রিং নোজেলস, বাতি, ক্যাপাসিটর, ডায়োড।
মো. সালাউদ্দিন বলেন, শহরের যত বহুতল ভবন আছে এই যন্ত্র স্থাপন করলে অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে।

এই মেলার আয়োজন করেছে সেমস্ গ্লোবাল- ইউএসএ এন্ড এশিয়া প্যাসিফিক।