পিপলস সার্ক ওয়াটার ফোরামের কমিটি গঠন
পিপলস সার্ক ওয়াটার ফোরামের নির্বাহি কমিটি গঠন করা হয়েছে। এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে চেয়ারম্যান এবং বাপার সাধারণ সম্পাদক ও জাতীয় নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক ডা. মো. আব্দুল মতিনকে মহাসচিব করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
গতকাল রাজধানীর গ্রীন রোডের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি এনেক্স ভবন কনফারেন্স রুমে ‘‘পিপলস সার্ক পানি উদ্যোগ, বাংলাদেশ’’ এর প্রতিষ্ঠা উপলক্ষ্যে এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও পিপলস সার্ক বাংলাদেশ এই সভার আয়োজন করে।
অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে সভায় পিপলস সার্ক বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক রশিদ-ই-মাহবুব, পানি বিশেষজ্ঞ অধ্যাপক এমাদউদ্দিন আহমেদ, ফারাক্কা কমিটির অন্যতম সংগঠক ড. এস আই খান, অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ উপস্থিত ছিলেন।