প্রকৌশলী নেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উপ-সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) পদে ১৮জনকে নিয়োগ দেবে। জেনে নিন পদটিতে আবেদনের বিস্তারিত-

যোগ্যতা:
শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন। প্রার্থীকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাস হতে হবে। এসএসসি বা ডিপ্লোমা পরীক্ষার যেকোন একটিতে প্রথম বিভাগ বা জিপিএ ৩.০০ পেতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকা যাবে না। ১৬ মার্চ ২০১৭ তারিখে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

বেতন:
জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের ১৬,০০০/- ৩৮,৬৪০/ টাকা স্কেলে বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য ভাতা দেয়া হবে।

আবেদনের নিয়ম:
নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। ফরমটি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইট অথবা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের স্থানীয় কার্যালয়গুলো থেকে সংগ্রহ করা যাবে। সঠিকভাবে পূরণকৃত আবেদন ফরম প্রয়োজনীয় কাগজপত্রসহ পাঠাতে হবে ‘পরিচালক, কর্মচারী পরিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াপদা ভবন (৫ম তলা), মতিঝিল বা/এ, ঢাকা-১০০০’ ঠিকানায়। আবেদনপত্র আগামী ১৬ মার্চের মধ্যে জমা দিতে হবে।