প্রতি পরিবারে বিদ্যুৎ পৌঁছানোর সময় এসেছে : ড. ইউনূস
প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের প্রতি পরিবারে বিদ্যুত পৌঁছানোর সময় এসেছে। এর জন্যে কোন ভর্তুকি প্রয়োজন নেই। কারণ বাংলাদেশের প্রতিটি পরিবারই এখন সক্ষম। এর মধ্যে দারিদ্র্যের সমাধান নিজেরাই করবে। এ জন্যে এগোবার পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব আমাদের।
বুধবার সন্ধ্যায় হোটেল রেডিসনে গ্রামীণ শক্তি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
গ্রামীণ শক্তির ১০ লাখ সৌর গ্রাহক তৈরি হওয়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, পর্যায়ক্রমে প্রতি দুই বছরে সৌর বিদ্যুতের গ্রাহক সংখ্যা দ্বিগুণ হচ্ছে। আশা করা হচ্ছে আগামী তিন বছরে সৌর বিদ্যুতের গ্রাহক সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যাবে। কারণ প্রযুক্তি সহজ হচ্ছে। তবে ব্যাটারির জগতে এখনো কোন পরিবর্তন হয়নি। গাড়ির ব্যাটারি সৌর বিদ্যুতে ব্যবহার করা যায় কিনা তা নিয়ে পরীক্ষা হচ্ছে। আমরা বড় বড় কোম্পানির সঙ্গে নতুন ধরনের ব্যাটারি আনা যায় কিনা তা নিয়ে আলাপ করছি।
অনুষ্ঠানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর এ্যালেন গোল্ডস্টেইন বলেন, আমরা পৃথিবীর বিভিন্ন দেশে সৌর বিদ্যুত্ কার্যক্রম এগিয়ে নিতে অর্থায়ন করছি। বাংলাদেশ এই তালিকার শীর্ষে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর আইনুন নিশাত, অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান, ইউনাইটেড ইউনিভার্সিটিরি ভিসি রিজওয়ান খান, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম খান, ইটকলের প্রধান নির্বাহী মাহমুদ মালিক প্রমুখ। দুইজন গ্রাহক অনুষ্ঠানে তাদের মতামত তুলে ধরেন।