প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার ‘কালোত্তীর্ণ ভাষণ: প্রস্তুতি ও প্রভাব’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেয়ার সময় বিদ্যুৎ চলে যায়।
প্রধানমন্ত্রী সন্ধ্যা ৬টার কিছু আগে বক্তব্য দিতে শুরু করেন। তার বক্তব্য প্রায় ১৫ মিনিট হওয়ার পর হঠাৎ মিলনায়নের আলো ও সাউন্ড সিস্টেম বন্ধ হয়ে যায়। প্রায় ২৫ সেকেন্ড পর বিদ্যুৎ আসে।
এরপর আবার বক্তব্য শুরু করতে গিয়ে বিস্ময় প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ১৪ হাজার ৬০০ মেগাওয়াট উৎপাদন করার পরও এই অবস্থা!
এ বিষয়ে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক নজরুল হাসান জানান বলেন, কৃষিবিদ ইনস্টিটিউশনের জেনারেটর চলছিল।কারিগরি ত্রুটির কারণে হঠাৎ করেই জেনারেটর বন্ধ হয়ে যায়। এরপর ১০ সেকেন্ডের মধ্যে আমাদের ডিপিডিসির লাইন দিয়ে বিদ্যুৎ দেয়া হয়।