ফেব্রুয়ারিতেও বাড়ল এলপি গ্যাসের দাম
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম চলতি মাসে আরো বাড়ানো হয়েছে।
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। যা গত মাসে ছিল ১ হাজার ৪৩৩ টাকা।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করা হয়। বিইআরসির সদস্য ড. মো. ইয়ামিন চৌধুরী (প্রশাসন, আইন ও অর্থ) এলপি গ্যাসের এ দাম ঘোষণা করেন।
টানা আট মাস দেশের বাজারে এলপি গ্যাসের দাম বাড়ল। এর আগে জানুয়ারিতে ১২ কেজিতে ২৯ টাকা বাড়ানো হয়েছিল।
এলপি গ্যাসের দাম বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে বিইআরসির সদস্য ড. মো. ইয়ামিন চৌধুরী জানান, আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের দাম গত মাসে বেড়েছে। এছাড়া টাকার অবমূল্যায়নজনিত কারণে দেশের বাজারে এলপি গ্যাসের দাম কিছুটা বেড়েছে।
সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি। বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাট) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি প্রায় ১২২ টাকা ৮৬ পয়সা, যা গত মাসে ছিল ১১৯ টাকা ৪০ পয়সা। এ হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।
সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৩৬ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ৪৫৭ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৬৮৬ টাকা এবং ৩৫ ও ৪৫ কেজি এলপি সিলিন্ডারের দাম যথাক্রমে ৪ হাজার ৩০০ ও ৫ হাজার ৫২৯ টাকা।