বছরে অতিরিক্ত ৪ বিলিয়ন ইউরো বিদেশী সহায়তার ঘোষণা ফ্রান্সের

ফ্রান্স রোববার বিদেশী সহায়তা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। ২০২০ সাল থেকে দেশটি বছরে অতিরিক্ত ৪ বিলিয়ন ইউরো সহায়তা দেবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ উন্নয়নের ওপর জাতিসংঘের শীর্ষ সম্মেলনে এই অতিরিক্ত সহায়তার ঘোষণা দিয়ে বলেন, এর ফলে বছরে ফ্রান্সের সহায়তার পরিমাণ দাঁড়াল ১২ বিলিয়ন ইউরো।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
যদিও এই অতিরিক্ত অর্থ যুদ্ধ নাকি আবহাওয়ার কারণে নিঃস্ব হয়ে পড়া মানুষের সহায়তায় ব্যয় করা হবে সে সম্পর্কে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
গত মাসে ওলাঁদ প্যারিসে ফরাসী রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন।
সেখানে তিনি ফ্রান্সের সহায়তার বৃদ্ধির বিষয়টি উল্লেখ করলেও কি পরিমাণ অর্থ বৃদ্ধি করবে তা প্রকাশ করেননি।
ওলাঁদ ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সি ও সরকারি আর্থিক প্রতিষ্ঠান ক্যাইসে ডি ডিপোটের সঙ্গে একটি নতুন অংশীদারিত্বের ঘোষণাকালে এই সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতি দেন।