বরকল, বিলাইছড়ি, জুলাইছড়ি ছাড়া অন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু
রাঙ্গামাটির বরকল, বিলাইছড়ি, জুলাইছড়ি বাদে অন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ প্রায় স্বাভাবিক। এই তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু করতে কাজ করছে বিদ্যুৎ বিভাগ।
বিদ্যুৎ বিভাগের প্রধান তথ্য কর্মকর্তা মীর আসলাম উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খুব শিগগির বরকল, বিলাইছড়ি, জুলাইছড়ি উপজেলায় বিদ্যুৎ সংযোগ পুণস্থাপিত হবে। এজন্য কাজ করছে বিদ্যুৎ বিতরণ সংস্থা।
গত সোমবার থেকে নিম্নচাপের কারণে টানা বৃষ্টি শুরু হয়। এরপর মঙ্গল ও বুধবার পাহাড় ধস আর ঢলে শতাধিক প্রাণহানি আর ব্যাপক ক্ষয়ক্ষতি হয। এ অবস্থায় বিদ্যুৎ ও জ্বালানি সঙ্কটে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশের পার্বত্য জেলা রাঙামাটি।
প্রধান সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ৬ লাখ ২০ হাজার জনসংখ্যার এ শহর বিদ্যুৎহীন হয়ে পড়ে। বৃহস্পতিবার রাতে অনেক এলাকায় বিদ্যুৎ আসা শুরু করলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি এখনও। বিদ্যুত জটিলতায় শহর এলাকায় পানি সরবরাহও বন্ধ।
রাঙামাটি জেনারেল হাসপাতালে গত তিন দিন জেনারেটর দিয়ে কাজ চালানোর চেষ্টা হলেও রোগী ও স্বজনরা পড়েছেন ভোগান্তিতে ।