বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিল ২০১৫ সংসদে উত্থাপন
জাতীয় সংসদে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিল ২০১৫ উপস্থাপন করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি উত্থাপন করেন।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন অধ্যাদেশ বাদ দিয়ে নতুন এই বিল উপস্থাপন করা হয়েছে।
বিলে কর্পোরেশনের অনুমোদিত মূলধন ৫ কোটি রাখার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া বিলে কর্পোরেশনের প্রধান কার্যালয়, পরিচালনা ও প্রশাসন, পরিচালনা পর্ষদ, চেয়ারম্যান ও পরিচালক নিযুক্ত এবং তাদের কার্যাবলি, পরিচালনা পর্ষদের সভা, কর্পোরেশনের কার্যাবলী, নতুন কোম্পানি গঠন, সংরক্ষিত তহবিল, হিসাব পরিচালন, বিনিয়োগ, শেয়ার বিক্রয়, বাজেট, জনবল কাঠামো, বার্ষিক প্রতিবেদনসহ সংশ্লিষ্ট বিষয়ে নির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা করে এক মাসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য বিলটি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।