বাংলাদেশ ভারত ও নেপালের প্রায় ৪ কোটি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত
বাংলাদেশ, ভারত ও নেপালের প্রায় ৪ কোটি ১০ লাখ মানুষ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যাদুর্গত অঞ্চলগুলোতে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতির আরো অবনতি হতে পারে। এ ছাড়া বন্যার পানি দক্ষিণে সরে যাওয়ায় পরিস্থিতি আরো শোচনীয় হতে পারে।
জাতিসংঘের মানবিক বিষয় সমন্বয়কারী সংস্থা (ওসিএইচএ) এক বিবৃতিতে এই তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ মানবাধিকার সংস্থাগুলো দক্ষিণ এশিয়ায় বন্যা ও ভূমিধসে দুস্থ মানুষের পরিষ্কার খাবার পানি, খাদ্য, আশ্রয় ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। পাশাপাশি দেশ তিনটির সরকার দুর্গত মানুষের সহায়তায় মূল ভূমিকা পালন করছে। যদিও রাস্তা, ব্রিজ, রেলপথ ও বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশকিছু দুর্গম এলাকায় পৌঁছানো যাচ্ছে না।
ওসিএইচএর দেয়া তথ্য অনুযায়ী, দুর্যোগে এখন পর্যন্ত ৬০০ মানুষ মারা গেছেন। আর ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৩ কোটি ২০ লাখ মানুষ। তিন দেশের মধ্যে বাংলাদেশের মূল ভূখণ্ডের এক-তৃতীয়াংশ বন্যার পানিতে ডুবে গেছে বলে জানিয়েছে সংস্থাটি। বিবৃতিতে মানবাধিকার সংস্থা জানায়, বাংলাদেশে বন্যাদুর্গতদের জন্য ২ হাজার স্থানীয় মেডিকেল টিম কাজ করছে। স্বাস্থ্যকর্মীরা ডায়রিয়া ও ম্যালেরিয়ার মতো বিভিন্ন পানিবাহিত রোগের ব্যাপারে মানুষকে সচেতন করছে।