বাংলাদেশ ভারত দ্বিতীয় পর্বে বিদ্যুৎ সঞ্চালন চালু হচ্ছে
বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিতীয় পর্বে বিদ্যুৎ সঞ্চালন চালু হতে যাচ্ছে।বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১০ই সেপ্টেম্বর বিদ্যুৎ সঞ্চালন উদ্বোধন করবেন।ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটা উদ্বোধন করা হবে।
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এতথ্য নিশ্চিত করেছেন।
এরমাধ্যমে ভারত থেকে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হবে।
বর্তমানে ভারত থেকে ৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। যার মধ্যে ৫৪০ মেগাওয়াট পশ্চিমবঙ্গ থেকে ভেরামারা দিয়ে। আর বাকি ১৫০ মেগাওয়াট ত্রিপৃুরা থেকে কুমিলা দিয়ে। ২০১৩ সালে ভারত থেকে বিদ্যুৎ আমদানি শুরু হয়।