বিদেশী কোম্পানিকে জরিমানা করা হচ্ছে
স্পেনের আইসোলেক্স কোম্পানিকে জরিমানা করা হচ্ছে। চুক্তির শর্ত ভঙ্গ করে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ বন্ধ করার কারণে এই জরিমানা করা হচ্ছে। বিষয়টি চূড়ান্ত করতে রোববার স্পেনের রাস্ট্রদূতের সাথে বৈঠক করবেন বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী।
সূত্র জানায়, নিরাপত্তার অজুহাতে সম্প্রতি আইসোলেক্স সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে চলে যায়। এজন্য কর্তৃপক্ষকে কোন নোটিশও তারা দেয়নি। এতে চুক্তি ভঙ্গ হয়েছে। চুক্তি অনুযায়ি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, চুক্তি অনুযায়ি নির্মানাধিন কোন প্রকল্প এলাকা থেকে কোন কোম্পানি চলে যেতে পারে না। এবিষয়ে তাদের ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। ব্যাখ্যা পাওয়ার পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, বিদ্যুৎ কেন্দ্র কেপিআই এলাকা। সেখানে সার্বক্ষনিক নিরাপত্তা থাকে। সরকারের পক্ষ থেকে আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবুও কোন নিদিষ্ট কারণ ছাড়া এভাবে কাজ বন্ধ করে চলে যাওয়া দুঃখ জনক। এবিষয়ে চুক্তি অনুযায়ি ব্যবস্থা নেয়া হবে।
গত মঙ্গলবার স্পেনের আইসোলেক্সকে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। চিঠিতে বলা হয়, কাজে যোগ না দেয়া চুক্তি ভঙ্গের সামিল। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। চুক্তি অনুযায়ি প্রকল্প থেকে কর্মী প্রত্যাহারের সুযোগ নেই। দ্রুত প্রকল্পের কাজে যোগ না দিলে তা চুক্তি ভঙ্গের সামিল হবে। সরকার সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে। চুক্তির কোন অনুচ্ছেদ অনুযায়ী তড়িঘড়ি কর্মী প্রত্যাহার করা হলো তাও চিঠিতে জানতে চাওয়া হয়।
আইসোলেক্স নামের স্পেনের এই কোম্পানি সরকারি খাতের তিনটি প্রকল্পে কাজ করছে। তিন প্রকল্পে কর্মরত ৪১জন বিদেশী নাগরিককে তারা কর্মস্থল থেকে প্রত্যাহার করে নিয়েছে। ঐ কোম্পানির অধীনে কাজ করলেও সবায় স্পেনের নাগরিক নয়। এরমধ্যে ২১জন স্পেনের। অন্যরা আর্জেন্টিনা, বুলগেরিয়াসহ কয়েকটি দেশের নাগরিক।
সূত্র জানায়, ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানির (ইজিসিবি) সিদ্ধিরগঞ্জ ৩৩৫ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র থেকে ৩৮ জন, বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিবিয়ানা-৪৫০ মেগাওয়াটের ১ নম্বর ইউনিট থেকে দু’জন এবং নর্থ ওয়েষ্ট পাওয়ার জেনারেশন কোম্পানির খুলনা-১৫০ মেগাওয়াট থেকে একজন চলে গেছেন।
ইজিসিবি’র কেন্দ্র স্থাপনের কাজ চলছিল। এখন তা বন্ধ আছে। বিবিয়ানায় মাটি ভরাট চলছিল। একাজ থেকে নেই। আর ওয়েষ্ট পাওয়ার এর বিদ্যুৎ উৎপাদন আগে থেকেই শুরু হয়েছে। ফলে সেখানে দুজন না থাকাতে উৎপাদনে সমস্যা নেই।
এদিকে আইসোলেক্স এর কাজ বন্ধ করে দেয়া সহ বিদেশী পর্যটকদের বাংলাদেশে শর্তকতায় দেশে বিনিয়োগে কোন সমস্যা হবে না বলে মনে করছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি এবিষয়ে বলেন, প্রতিদিন প্রচুর বিদেশী আসছেন। এখনও প্রতিনিয়ত আন্তর্জাতিক দরপ্রস্তাব জমা পড়ছে। বিদেশীরা এতে আগের মতই অংশ নিচ্ছে। তাছাড়া অন্য অনেক দেশের মানুষ এখানে কাজ করছে।