বিদ্যুতের দাম ইউনিটে ৩০ থেকে ৩৫ পয়সা বাড়তে পারে: প্রতিমন্ত্রী
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩০ থেকে ৩৫ পয়সা বাড়তে পারে।
আজ বুধবার সচিবালয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার যদি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) যদি সরাসরি সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল আমদানির সুযোগ দেয় তাহলে এই দাম নাও বাড়তে পারে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) শুনানি শেষে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
আগামী ২৫ শে সেপ্টেম্বর থেকে বিইআরসি গণশুনানির তারিখ নির্ধারণ করেছে।
নসরুল হামিদ এসময় ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ সারাদেশ বিদ্যুত সুবিধার আওতায় আসবে বলে আশা প্রকাশ করেন।
তিনি জানান, এবারের ঈদে বিদ্যুত পরিস্থিতি ভালো ছিল। তবে মেঘনায় যে টাওয়ার ভেঙে পড়েছে সেটা এখনও পুরোপুরি ঠিক হয়নি। এই টাওয়ারটি ভেঙে পড়ার কারণে কয়েকটি জেলায় ঈদের সময় বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। দ্রুত সময়ে এটি ঠিক হয়ে যাবে।
প্রতিমন্ত্রী আরও জানান, আগামী এক বছরের মধ্যে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজ করা হচ্ছে।