বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন: মার্চ নয় ফেব্রুয়ারি থেকে কার্যকর

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুতের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৫ থেকে ৮ শতাংশ করে বেড়েছে বিদ্যুতের দাম।

পহেলা ফেব্রুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে। মার্চ মাসের বিলের সাথে ফেব্রুয়ারি মাসের বাড়তি বিল নিয়ে নেবে বিতরণ কোম্পানিগুলো।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকরীদের ইউনিট প্রতি ২৮ পয়সা বাড়িয়ে প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪ টাকা ৬৩ পয়সা। ৭৫ ইউনিট পর্যন্ত ৪১ পয়সা বাড়িয়ে ৫ টাকা ২৬ পয়সা; দুইশ ইউনিট পর্যন্ত ৫৭ পয়সা বাড়িয়ে ৭টাকা ২০ পয়সা; তিনশ’ ইউনিট পর্যন্ত ৬৪ পয়সা বাড়িয়ে ৭টাকা ৫৯ পয়সা, ৪শ ইউনিট পর্যন্ত ৬৮ পয়স বাড়িয়ে ৮টাকা ২পয়সা, ৬শ ইউনিট পর্যন্ত ১টাকা ১৬ পয়সা বাড়িয়ে ১২টাকা ৬৭ পয়সা এবং ৬শ ইউনিটের বেশি ১টাকা ৩৫ পয়সা বাড়িয়ে ১৪ টাকা৬১ পয়সা করা হয়েছে। যে দাম বাড়ানো হয়েছে তাতে বাজারে কিছুটা প্রভাব পড়লেও তা খুব কম বলে মন্তব্য করছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।