বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আজ বাম দলগুলোর হরতাল
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আজ বৃহস্পতিবার আধাবেলা হরতাল ডেকেছে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা। ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল পালিত হবে। হরতালে সমর্থন দিয়েছে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল। তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটিও এ হরতালে সমর্থন জানিয়েছে। ৩০ জন বুদ্ধিজীবী, ২০ জন আইনজীবী, ছাত্র-যুব-শ্রমিক-নারীসহ বিভিন্ন সংগঠনও হরতালে সমর্থন জানিয়েছেন বলে দাবি করা হয়েছে হরতাল ডাকা দলগুলোর পক্ষ থেকে।
বুধবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে বাম মোর্চার সমন্বয়ক ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ তথ্য জানিয়ে দেশবাসীকে শান্তিপূর্ণভাবে এ হরতাল পালনের আহ্বান জানান। হরতালের সমর্থনে প্রচারে ঢাকা, চট্টগ্রাম, জয়পুরহাট, খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেন তিনি। সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের নেতা হামিদুল হক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক বলেন, সরকার এমন এক সময়ে বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে, যখন চাল, পেঁয়াজসহ নিত্যব্যবহার্য পণ্যের দাম নিয়ে মানুষ দিশেহারা। বিদ্যুতের এ দাম বৃদ্ধির কারণে শ্রমজীবী মেহনতী, স্বল্প আয়ের সাধারণ মানুষ এবং নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয়, দুর্দশা, দুর্গতি আরো বেড়ে যাবে। এখনই জনগণের ওপর বিদ্যুতের মূল্য বৃদ্ধির অত্যাচার-আঘাত প্রতিরোধ করতে না পারলে আগামী দিনগুলোতে জনগণের ওপর আরো নতুন নতুন অত্যাচার নেমে আসবে।
হরতালে পূর্ণ সমর্থন ঘোষণা দিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার সকালে এক মানববন্ধন কর্মসূচি থেকে এ সমর্থনের কথা ঘোষণা দেন। তিনি বলেন, জনস্বার্থে এ হরতাল অত্যন্ত যুক্তিসঙ্গত।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ইউনিট প্রতি বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে, যা কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে। গত ২৩ নভেম্বর বিইআরসির ওই ঘোষণার পরপরই হরতালের কর্মসূচি ঘোষণা করে বাম দলগুলো।