বিদ্যুতের দাম সমন্বয় করা হবে – বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সকলকে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ দিতে উদ্যোগ নেয়া হচ্ছে। বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। তবে এক্ষেত্রে এনার্জি রেগুলেটরি কমিশন তাদের ইচ্ছে মত সিদ্ধান্ত নেবে। কমিশন যদি মনে করে তবে দাম সমন্বয় করবে।
শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিদ্যুৎ সপ্তাহের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম। পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইনও বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হবে। এই সময়ের যে পথ তা স্বাভাবিক নয়। এই অস্বাভাবিক পথ অতিক্রম করতে হবে। বিদ্যুতের চাহিদা আছে। সেই চাহিদা অনুযায়ি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। আগামীতে সঞ্চালন, বিতরণ সব কিছু সয়ংক্রিয় করা হবে। তিনি নবায়নযোগ্য জ্বালানির যন্ত্রাংশ পরীক্ষার জন্য বিশেষ ল্যাবরেটরি স্থাপনের তাগিদ দেন।
অনুষ্ঠানে তাজুল ইসলাম বলেন, দেশের অর্থনৈতিকখাতে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। এই বিশাল কর্মকান্ডে দুর্নীতি হয় না একথা বলতে পারব না। এই সমাজের রন্দ্রে রন্দ্রে দুর্নীতি আছে। দুর্নীতি বন্ধ করতে হবে। যারা গরিবের সম্পদ লট করছে তাদেও বয়কট করতে হবে। তিনি বলেন, জ্বালানির যাচ্ছে তাই ব্যবহার বন্ধ করতে হবে। ইচ্ছেমত জ্বালানি ব্যবহার করা যাবে না।
বিদ্যুৎ খাতের বিভিন্ন চাকরিজীবিদের বছর সেরা পুরস্কার দেয়া হয়।
এদিকে গতকাল সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক সেমিনারে বিদ্যুৎকে পণ্য হিসেবে বিবেচনা করার আহবান জানানো হয়। সেমিনাওে বক্তারা বলেন, বিদ্যুৎকে যদি পণ্য হিসেবে বিবেচনা করা হয় তবে তার মূল্য দিতে হবে। পণ্য বিনামূল্যে বিতরণ সম্ভব নয়। জনগণকে সম্পৃক্ত করে বিদ্যুৎখাত এগিয়ে নিয়ে যেতে হবে। সরকারের সাথে বেসরকারিখাতকে সংযোগ করতে হবে। গ্রাহক যদি সন্তষ্ট না হয় তবে সকল সাফল্য ব্যর্থ হবে। যতই উৎপাদন বাড়–কনা কেন তা কাজে লাগবে না।
সেমিনারে মূল্য বক্তব্য রাখেন, এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য ইমদাদুল হক। এসময় বক্তব্য রাখেন, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব তাপন কুমার রায়, বিইআরসি’র চেয়ারম্যান এ আর খান, বিইআরসি ও দুদক এর সাবেক চেয়ারম্যান গোলাম রহমান ও পিডিবি সাবেক চেয়ারম্যান আলমগীর কবীর।