বিদ্যুতের দাম ৫% বাড়ল, কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে (বিইআরসি) পাশ কাটিয়ে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ৫ শতাংশ বাড়ল। নতুন এ দর জানুয়ারি থেকে কার্যকর হবে। বৃহষ্পতিবার এবিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এনার্জি বাংলাকে গড়ে ৫ শতাংশ হারে বিদ্যুতের দাম বাড়ানোর কথা নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে ভর্তুকি সমন্বয় করতে বিদ্যুতের মূল্য শতকরা ৫ ভাগ সমন্বয় করা হয়েছে।
জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি গত ৮ই জানুয়ারি গ্রাহক পর্যায়ে দাম বাড়াতে গণশুনানি করে। ১৫ই জানুয়ারি ছিল সম্পূরক প্রস্তাব দেওয়ার শেষ দিন। সেই শুনানিকে পাশ কাটিয়ে সম্প্রতি জারি করা অধ্যাদেশের বলে দাম বাড়ানো হয়েছে।
পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর এক মাসের মধ্যে খুচরায় গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হলো।
গ্রাহকশ্রেণি অনুযায়ী নতুন মূল্যহার
আবাসিক, কৃষি সেচ, বাণিজ্যিক, শিল্প, ক্ষুদ্রশিল্প, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার বাতি, ব্যাটারি চার্জিং স্টেশন সব গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।
আবাসিক ৫০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারির প্রতি ইউনিটে বিদ্যুতের দাম বাড়িয়ে করা হয়েছে ৩ টাকা ৯৪ পয়সা। ৭৫ ইউনিট পর্যন্ত ৪ টাকা ৪০ পয়সা, ২০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা ০১ পয়সা, ৩০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা ৩০ পয়সা, ৪০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা ৬৬ পয়সা, ৬০০ ইউনিট পর্যন্ত ১০ টাকা ৪৪ পয়সা এবং ৬০০ ইউনিটের বেশি প্রতি ইউনিট ১২ টাকা ০৩ পয়সা। এর সাথে প্রতিমাসে ডিমান্ড চার্জ যোগ হবে ৩৫ টাকা।
সেচ বা কৃষিকাজে ব্যবহার করা পাম্পে প্রতি ইউনিটে ৪ টাকা ৩৭ পয়সা, সাথে মাসে চার্জ ৩৫ টাকা। নির্মাণাধীন ভবনে ১২ টাকা ৬০ পয়সা, সাথে মাসে চার্জ ১০০ টাকা ।
শিক্ষা, ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান ও হাসপাতালে ৬টাকা ৩২ পয়সা, সাথে মাসে চার্জ ৪০ টাকা। রাস্তার বাতি ৮ টাকা ০৯ পয়সা। সাথে মাসে ডিমান্ড চার্জ ৭৫ টাকা।
ক্ষুদ্র শিল্প গ্রাহকদের ফ্ল্যাট প্রতি ইউনিট ৮ টাকা ৯৬ পয়সা, অফ পীক ৮ টাকা ০৬ পয়সা এবং পীক সময়ে ১০ টাকা ৭৫ পয়সা। সাথে মাসে ডিমান্ড চার্জ ৪০ টাকা।
ব্যাটারি চার্জিং স্টেশন গ্রাহকদের ফ্ল্যাট প্রতি ইউনিট ৮ টাকা ০২ পয়সা, অফ পীক ৭ টাকা ২২ পয়সা, সুপার অফ পীক ৬ টাকা ৪২ পয়সা এবং পীক সময়ে ১০ টাকা ০৩ পয়সা। সাথে মাসে ডিমান্ড চার্জ ৭৫ টাকা।
বাণিজ্যিক ও অফিস গ্রাহকদের ফ্ল্যাট প্রতি ইউনিট ৮ টাকা ৯৬ পয়সা, অফ পীক ৮ টাকা ০৬ পয়সা এবং পীক সময়ে ১০ টাকা ৭৫ পয়সা। সাথে মাসে ডিমান্ড চার্জ ৭৫ টাকা।
আবাসিক উচ্চ চাপ গ্রাহকদের ফ্ল্যাট প্রতি ইউনিট ৮ টাকা ৮২ পয়সা, অফ পীক ৭ টাকা ৯৪ পয়সা এবং পীক সময়ে ১১ টাকা ০৩ পয়সা। সাথে মাসে ডিমান্ড চার্জ ৭৫ টাকা।
বাণিজ্যিক উচ্চ চাপ গ্রাহকদের ফ্ল্যাট প্রতি ইউনিট ৯ টাকা ৫৮ পয়সা, অফ পীক ৮ টাকা ৬২ পয়সা এবং পীক সময়ে ১১ টাকা ৯৭ পয়সা। সাথে মাসে ডিমান্ড চার্জ ৭৫ টাকা।
শিল্প গ্রাহকদের ফ্ল্যাট প্রতি ইউনিট ৮ টাকা ৯৮ পয়সা, অফ পীক ৮ টাকা ০৯ পয়সা এবং পীক সময়ে ১১ টাকা ২২ পয়সা। সাথে মাসে ডিমান্ড চার্জ ৭৫ টাকা।
বিদ্যুতের দাম বাড়নোর প্রজ্ঞাপন: