বিদ্যুৎ অপচয়রোধে প্রযুক্তি ও প্রশিক্ষণ

শেষ হলো ‘বৈদ্যুতিক নিরাপত্তা ও বিদ্যুৎশক্তির সাশ্রয়ী ব্যবহার’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) এর তড়িৎ, ইলেকট্রনিক্স প্রকৌশল ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবিবি লিমিটেড এর কারিগরি সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে।
রোববার এমআইএসটি মিলনায়তনে প্রশিক্ষণ নেয়া শিক্ষার্থীদের সনদ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সিজিএস লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল আব্দুল কাদির।

mist elect
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, অপচয়রোধ করতে উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণ প্রয়োজন। উৎপাদিত বিদ্যুতের অনেক বড় অংশ না জানার কারণে প্রায়শ অপচয় হয়ে যায়। বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার বাড়াতে হবে। দেশে দিন দিন বিদ্যুতের চাহিদা বাড়ছে। অপচয়রোধ করে বিদ্যুতের এই চাহিদার কিছুটা সাশ্রয় করা সম্ভব।
২রা থেকে ১৬ই এপ্রিল এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করা হয়। প্রশিক্ষনে শিল্পপ্রতিষ্ঠান, কারখানা ও বসতবাড়িতে বৈদ্যুতিক নিরাপত্তা বিষয়ক যন্ত্রের প্রয়োগ ও বিদ্যুৎ ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।

MIST-logo