বিদ্যুৎ উন্নয়নে দক্ষ জনবল দরকার – প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন দক্ষ জনবল। বাংলাদেশ উন্নয়নের যে ধারায় আছে তা বাস্তবায়ন করতে প্রয়োজন মেধাসম্পন্ন দক্ষ প্রকৌশলী।
বুধবার মিলিটারি ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি এর উদ্যোগে আয়োজিত ‘বিদ্যুৎ কেন্দ্রে মেকানিকাল ইঞ্জিনিয়ারদের সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, কক্সবাজারের মাতারবাড়িতে যে জ্বালানি হাব হচ্ছে সেখানেসহ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। এ উন্নয়ন কার্যক্রমে অংশ নিয়ে দেশের অগ্রগতিতে প্রকৌশলীরা সরাসরি অবদান রাখতে পারে। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা করা ভিশন ২০২১ বাস্তবায়নে এবং ২০৪১ সালের দেশকে উন্নত দেশে পরিণত করতে প্রকৌশলীসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এমআইএসটি‘র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বক্তব্য রাখেন।