বিদ্যুৎ উৎপাদনে আবার রেকর্ড

গত কয়েক দিন বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হচ্ছেিই। প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভেঙে যাচ্ছে। মঙ্গলবার ১৮ই এপ্রিল  রাত নয়টায় ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পক্ষ থেকে জানানো হয়েছে,  ১১ই এপ্রিল দেশের ইতিহাসে একদিনে রেকর্ড সর্বোচ্চ ১৪ হাজার ৮০০ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়। এরপর ধারাবাহিকভাবে প্রায় প্রতিদিনই আগের দিনের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হয়েছে। ১৭ই এপ্রিল রাতে রেকর্ড ১৫ হাজার ৬০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।