বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা করতে আগ্রহী সুইডেন
বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে সুইডেন। উপকূলীয় অঞ্চলে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সোলার প্যানেলের বিষয়ে আগ্রহ দেখায়। মঙ্গলবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে দেখা করেন সুইডেনের রাষ্ট্রদূত জুহান ফ্রীসেল। এ সময় রাষ্ট্রদুত এই সহযোগিতার কথা জানান। এ সময় সুইডেন দুতাবাসের প্রথম সচিব মিয়া হেলেন উপস্থিত ছিলেন। তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করেন। বিদ্যুৎ- জ্বালানি ছাড়াও ব্যবসা-বানিজ্যের উন্নয়নেও বিশেষ করে তৈরী পোষাক ক্ষেত্রে সুইডেন বাংলাদেশের সঙ্গে করার আগ্রহের কথা জানান রাষ্ট্রদুত। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি ক্ষেত্রে সফলতা অর্জন করেছে। বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিক করে ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি পেট্রোলিয়াম ইনস্টিটিউটে গ্যাস, কয়লা ও পেট্রোলিয়াম নিয়ে গবেষণা কার্যক্রমে দক্ষতা ও পেশাদারিত্ব আনতে সুইডেনের সহযোগিতা চান। নবায়নযোগ্য জ্বালানি হতে ৫ শতাংশ বিদ্যুৎ এ বৎসরের মধ্যে উৎপাদনের জন্য প্রয়োজন প্রযুক্তিগত সহযোগিতা দিতে ডেনমার্ক এগিয়ে আসলেও আরো দেশের সহায়তা প্রয়োজন বলে তিনি জানান।