বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ ‘সেঞ্চুরি’ করেছে
আশুগঞ্জে তিনটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে দেশ নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ঐতিহাসিক ‘সেঞ্চুরি’ অর্জন করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তিনটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন। এগুলো হচ্ছে – আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র, ইউনাইটেড আশুগঞ্জ ২০০ মেগাওয়াট মডুলার বিদ্যুৎ কেন্দ্র ও আশুগঞ্জ মিডল্যান্ড ৫১ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। আজ বিকেলে গণভবনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন। আশুগঞ্জে এ ৩ কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের আমলে দেশে একশ’ বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলো।
২০০৮ সাল পর্যন্ত দেশে মাত্র ২৭টি বিদ্যুৎ কেন্দ্র ছিলো। ফলে জনগণ মারাত্মক বিদ্যুৎ সংকটে ছিলো। ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসে গত সাড়ে ছয় বছরে ৭৩টি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে এ পরিস্থিতির দ্রুত পরিবর্তন হতে থাকে।
আশুগঞ্জে উদ্বোধন করা তিনটি বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা হচ্ছেÑ ৪৭৬ মেগাওয়াট। প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার যখন ২০০৯ সালে ক্ষমতা গ্রহণ করে তখন দেশ ভয়াবহ বিদ্যুৎ সংকটে ছিলো।
তিনি বলেন, এ সময় বিদ্যুৎ সংকটের সমাধানে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করি এবং এ সময় ক্রিকেটের মতো বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আমার সরকার ‘সেঞ্চুরি’ করেছে- এটি একটি বিশাল অর্জন।
এ প্রসঙ্গে শেখ হাসিনা ২০২১ সালনাগাদ ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ছাড়িয়ে যাবে বলে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস যে, এ সময় আমরা ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবো।’
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার প্রাথমিকভাবে ছোট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে তবে পরে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে কিছু মেগা প্রকল্প গ্রহণ করা হয়, যা শেষ হতে সময় প্রয়োজন।
তিনি বলেন, ‘দেশে কখনো বিদ্যুৎ সংকট না হয় সে জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি সরকারি মালিকানাধীন। এটি নির্মাণে ব্যয় হয়েছে ২ হাজার ১১৬ কোটি টাকা। ইউনাইটেড আশুগঞ্জ ২০০ মেগাওয়াট মডুলার বিদ্যুৎ কেন্দ্র দেশে প্রথম সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের বিদ্যুৎ কেন্দ্র। এটি নির্মাণে ব্যয় হয়েছে ১ হাজার ৩২৬ কোটি টাকা। আশুগঞ্জ মিডল্যান্ড ৫১ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র আইপিপি প্লান্ট ভায়েলেটেক্স লিমিটেড। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৩০০ কোটি টাকা।
এই বিদ্যুৎ কেন্দ্রগুলো উদ্বোধনের ফলে জাতীয় গ্রিডে ৪৭৬ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হলো এবং ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুতের নিশ্চয়তা বিধানে বর্তমান সরকারের অঙ্গীকার পূরণে দেশ একধাপ এগিয়ে গেলো।